ডোমারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৩ জানুয়ারী, ২০২২, ১ year আগে

ডোমারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নীলফামারীর ডোমারে ‘মজনুপাড়া ইউনাইটেড ক্লাব’ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩শে জানুয়ারী) বিকাল ৪টায় পৌরসভার মজনুপাড়া ইউনাইটেড ক্লাব মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুবেল ইসলাম, শালকী ব্রিকসের স্বত্বাধিকারী মো. জাফর ইকবাল পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল এস.কে. প্রমুখ। ফাইনাল খেলায় ০-০ গোলে ড্র হয়ে ট্রাইবেকারে ৫-৪ গোলে মধ্য চিকনমাটিকে হারিয়ে শিরোপা জিতে কাছারীপাড়া।
টুর্নামেন্ট সেরা মকছিদুল কাদোয়া (কাছারীপাড়া) ও ফাইনাল ম্যাচ সেরা হয়েছেন ইস্তিক (মধ্য চিকনমাটি)। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন—মো. কবির হোসেন। এছাড়া সহযোগী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন—মো. জীবন ইসলাম ও মো. ফারুক ইসলাম।
পত্রিকা একাত্তর/ এ.আর.রিশাদ