পলাশ, শিমুল ফুলেরা বিবসনা হয়ে মেলে ধরছে নিজেদের। অষ্টাদশী, ষোড়শী যৈবতীও নিজেদের মেলে ধরবে বাসন্তী সাজের বাহারী রূপে। কবির কবিতায়ও আসবে নতুনত্বের বাতায়ন। যে বাতায়নে প্রবাহিত হবে সৃষ্টি সুখের উল্লাসে প্রাণবন্ত অমিয় ধারার স্ফূরণ।
ঋতুরাজের ধরিত্রীতে আগমনে মনুষ্যকুলের মন মননে আসুক নতুনত্বের ফল্গুধারা। শুভ চিন্তা-চেতনার নব সমিকরণ। প্রতিটি প্রাণিকুলের জন্য মানুষের ভালবাসা হোক অপার বিস্তৃর্ণ। উদারতার সাথে বিচ্ছেদ ঘটুক সংকীর্ণতার। শুভ কামনা সবার তরে বাসন্তিক।
পত্রিকা একাত্তর/ মো.নুর উল্লাহ আরিফসবাই বাসন্তী শুভেচ্ছায় সিক্ত হোক। সহকর্মী শুভ্যানুধ্যায়ী, পাঠক, কলাকৌশুলী পত্রিকা একাত্তরের।