শাপলা মিডিয়ার নতুন ছবিতে মৌ খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারী, ২০২২, ১ year আগে

শাপলা মিডিয়ার নতুন ছবিতে মৌ খান
'প্রতিশোধের আগুন' ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। মৌ বেশ অল্প সময়ে নিজের প্রতিভা দিয়ে মিডিয়ায় সুনাম কুড়িয়েছেন। প্রতিভা আর মেধার পরীক্ষা ইতিমধ্যে দিয়েছেন মৌ খান। অল্প সময়ে রুপালি পর্দায় ভালো একটা জায়গায় করে নিয়েছেন। একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। মৌ খান বলেন ছবির নাম ‘জ্বলছি আমি’। শাপলা মিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করছেন রাজু চৌধুরী। সিনেমাটিতে মৌ খানের বিপরীতে থাকছেন দুই  নায়ক দুজন হলেন দেশ ও শাকিল।

মৌ খান বলেন, অনেকদিন পর একটি নতুন ছবির কাজ শুরু করলাম। এর গল্পটি বেশ ইউনিক। আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। কাজ করে আনন্দ পাচ্ছি। আশা করছি একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো সবাইকে। জানাগেছে, সাভারে অভিনেতা ডিপজলের বাড়িতে চলছে এই সিনেমার শুটিং।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা