ডোমারে ‘উন্মুক্ত পাঠশালা’ এর পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ জানুয়ারী, ২০২২, ১ year আগে

ডোমারে ‘উন্মুক্ত পাঠশালা’ এর পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নীলফামারীর ডোমারে ‘দ্য ঈগলস ক্লাব’ এর শিক্ষা বিষয়ক নিয়মিত কার্যক্রম ‘উন্মুক্ত পাঠশালা’ এর ২০তম সপ্তাহের পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮শে জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় ডোমার স্টেশন রোডের উত্তরণ গোষ্ঠী প্রাঙ্গনে অনুষ্ঠিত পাঠদান কার্যক্রমে প্রায় ২০ জন শিক্ষার্থীদের পাঠ্যবই অনুযায়ী পাঠদান করা হয়েছে। করোনা সংক্রমণ ও মৃদু শৈত্যপ্রবাহ বিবেচনা করে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—দ্য ঈগলস ক্লাবের সভাপতি আজমির রহমান রিশাদ, সহ-সভাপতি জাহিদ হাসান লেলিন, তপু ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আদনান ইসলাম সালাহিন, সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম, মো. মেহেদী হাসান সৌরভ, কাওছার আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. জে. জাহিন, তথ্য ও প্রচার সম্পাদক মোজাহিদ ইসলাম আদিব, কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান রাতুল, সাবেক সহ-সভাপতি ছুবে সাদিক প্রমুখ নেতৃবৃন্দ।

দ্য ঈগলস ক্লাবের সভাপতি আজমির রহমান রিশাদ বলেন, করোনার প্রকোপ বৃদ্ধি এবং প্রচণ্ড শীতের মাঝে শিক্ষার্থীদের অংশগ্রহণ মনে করিয়ে দেয় তাদের শিক্ষার প্রতি আগ্রহ কতটুকু। স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ পূর্বক পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রায় ২০ জন শিক্ষার্থী নিয়ে এ বছরের প্রথম পাঠদান শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে পাঠদান কার্যক্রম পরিচালনার নিমিত্তে গঠন করা হয়েছিল উন্মুক্ত পাঠশালা। যেখানে স্টেশন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। 
পত্রিকা একাত্তর/রিশাদ